|
Date: 2023-06-06 13:13:01 |
“প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এ মূলসুরের উপর ভিত্তি করে শ্রীবরদী উপজেলা কারিতাস সিড্স কর্মসূচির সহায়তায় বাবেলাকোনা সংলাপ ফোরামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। ৫ জুন সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ,শিক্ষক রিনা দালবত ও কিশোরীবৃন্দ। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণসহ গাছের চারা বিতরণ করা হয়।
© Deshchitro 2024