|
Date: 2023-06-07 01:30:02 |
সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ০১ জন আসামীসহ ০১ কেজি হিরোইন ও ০৪ বোতল এলএসডি (Lysergic Acid Diethylamide) উদ্ধার করা হয়েছে। বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০৬ জুন ২০২৩ তারিখ আনুমানিক রাত ১০টার দিকে সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে ভারত হতে মাদক পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত
তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায়
কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক
দল কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে
আভিযানিক দল সীমান্তের উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০৪ বোতল (প্রতি বোতল ১০০ এমএল)
ভারতীয় এলএসডি (Lysergic Acid
Diethylamide) এবং ০১ কেজি হিরোইন সহ মোঃ হাসানুজ্জামান (৪০), পিতা- মোঃ কিসমত আলী,
গ্রাম- চান্দা, পোষ্ট- সোনা বাড়িয়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে আটক করে।
আটককৃত
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন সাবেক ইউপি মেম্বর। বর্তমানে এলাকায় ক্ষুদ্র
ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ
ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024