|
Date: 2023-06-07 11:22:23 |
আজ বুধবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে সকাল ১০ ঘটিকায় নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে নাগেশ্বরী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মোঃ হাফিজুর রহমানের উপস্হপনায় অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোঃ সাদিকুল ইসলাম সহ নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
এ সময় মোঃ সাদিকুল ইসলাম বলেন, শুধু প্রতিষ্ঠান নয় কমপক্ষে আমাদের প্রত্যকের বাড়িতে দুইটি করে গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে। কেননা দৈন্দিন জীবনে আমরা যে হারে গাছ কাটছি সে হারে হারে গাছ লাগাতে পারছি না এতে করে অক্সিজেন কমে গিয়ে কার্বোন ডাই অক্সইড বৃদ্ধি পাচ্ছে একারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
আলোচনা সভায় সংগঠনটির সদস্যদের অফিসিয়াল টি-শার্ট বিতরণ এবং আলোচনা শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সম্পাদক লিটু মিয়া, সহ-প্রচার সম্পাদক সাদিকুর, আলমগীর, আসাদুজ্জামান, জাহানারা, খাদিজা, উম্মে কুলসুম সহ নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সকল সদস্যবৃন্দ।
© Deshchitro 2024