বগুড়ার আদমদীঘিতে পুলিশের পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (৬জুন) রাতে সান্তাহার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,  উপজেলার কলসা রথবাড়ি এলাকার মাসুম মোল্লার ছেলে মেহেদী হাসান বনি (২৮), সাঁতাহার জোড়াপুকুর এলাকার বাবলুর রহমান বাবলার ছেলে নাজমুল হক আকাশ (২৩) ও সান্তাহার স্টেশন কলোনীর আমির হোসেনের ছেলে হাসান আলী (২০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সান্তাহার বিপি স্কুলের সামনে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসান বনিকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ রাত ১০টায় সান্তাহার হলুদঘরস্থ টুনটুনি বাবা মসজিদের পশ্চিম পাশে অভিযান চালিয়ে নাজমুল হক আকাশ ও হাসান আলীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানায়, গত বুধবার (৭ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024