দেশ জুড়ে তীব্র দাবদাহ চলছে। নিকট অতীতে এই ধরনের গরম পরিলক্ষিত হয়নি। গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের উত্তাপের কথা স্মরণ করিয়ে দেয়। সুরা রুমের মধ্যে মহান আল্লাহ বলেছেন, জলে-স্থলে যত বিপর্যয় ঘটে, সব মানুষের হাতের কামাই। একদিকে আমাদের জাগতিক বিশৃঙ্খলা ও অনিয়মের কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে বিপর্যয় সৃষ্টি করে। অপর দিকে আমাদের গুনাহের কারণে আল্লাহ প্রাকৃতিক শাস্তি দেন। 


এমতাবস্থায় জাহান্নামের কথা স্মরণ করে আমাদের তাওবা ও গুনাহ বর্জন করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তেসকার (বৃষ্টির সালাত) আদায় করা হয়। ইত্তেহাদুল উলামা গাজীপুর জেলার সভাপতি ও বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আশেকে মোস্তফা সাহেব এর আহ্বানে হাজারো মানুষের উপস্থিতিতে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।


উক্ত নামাজের ইমামতি করেন  বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসার প্রধান মুফতী- মুফতী মঈনুদ্দিন সিরাজি সাহেব। এ সময় উপস্থিত মুসল্লীদের সাথে কথা বলে জানা যায় নামাজ শেষ হওয়ার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মুসল্লীদের বিশ্বাস নামাজ পড়ে তওবা ইস্তেগফার করলে অবশ্যই বৃষ্টি হবে।  


অপরদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সালাত আদায় করার সাথে সাথে অথবা কিছুক্ষণ পরে  বৃষ্টি হয়েছে এমন হাজারো দৃষ্টান্ত দেখা গিয়েছে।  তাই মুসলিম ধর্মের সবাই বিশ্বাস করেন নামাজ পড়ে রবের দরবারে ফরিয়াদ করলে মহান আল্লাহ অবশ্যই তা কবুল করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024