মৌলভীবাজারে টানা কয়েকদিন ধরে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জেলার লোকজন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য মৌলভীবাজারে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে মৌলভীবাজার শহরের শান্তিবাগ মনু নদীর তীরে নবনির্মিত পার্কে  ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। দুই রাকাত নামাজে ইমামতি করেন মাওলানা মোজ্জামেল হক মাহেরী।

মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। নামাজে ২ শতাধিক মুসল্লি অংশ নেন। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসল্লিরা আহাজারি করেন। 

নামাজে অংশ নেওয়া মাওলানা হোসাইন বলেন, এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি নাহলে মানুষ ও প্রাণিকূল চরম সঙ্কটে পড়বে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024