"Know & Grow: Comprehensive In-House Session on Efficiency Building" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের কর্মকর্তাগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা।

বৃহস্পতিবার ( ০৮ মে ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।


উক্ত সভায় সভাপতিত্ব করেন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তানজিলা জান্নাত রেটিনা এবং রাফিউর রহমান। পরবর্তীতে আইন দু'টির ওপর বিস্তারিত আলোচনা হয়। 


জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,  জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টরেটের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পাদন করতে হবে।  পাশাপাশি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় ও আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024