আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ কে লক্ষ করে একদল অসাধু প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্র বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরকারি মোবাইল ফোন নাম্বার (সিম নাম্বার) ক্লোন করে ক্লোনকৃত মোবাইল নাম্বার থেকে থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের পরিচয়ে সিটি নির্বাচনের বিভিন্ন প্রার্থীসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কাছে নগদ অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা দাবি করছে। সিটি নির্বাচনের সকল প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের প্রতারকদের ফোনে বিভ্রান্ত না হয়ে বিষয়টি নিকটস্থ থানা-পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে এ ধরনের প্রতারকদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024