|
Date: 2023-06-09 08:42:20 |
মোঃ
আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
আমাদের
প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের
জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এ ছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব
জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত
০৬ই জুন ২০২৩ তারিখ ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মা
সহ পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বাহিরে যায়। তখন আসামী আলফাজ তাদের বসতঘরে প্রবেশ
করে ভিকটিমকে টাকা দেওয়ার ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের শরীরের স্পর্শ
কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক র্ধষণের চেষ্টা করে। ভিকটিম কান্নাকাটি শুরু করলে
আসামী তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মায়ের নিকট বিস্তারিত
ঘটনা বলে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে
ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং
জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত
আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই
ধারাবাহিকতায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ০৮ই জুন ২০২৩ তারিখ
বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে
ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ হোসেন (৪৫), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার
করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার
করে।
গ্রেফতারকৃত
আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024