|
Date: 2023-06-09 11:58:59 |
জামালপুরের মাদারগঞ্জে প্রচন্ড তাপদাহ ও গরমের পর অবশেষে মহান আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টি নেমেছে৷ শুক্রবার (৯জুন) সকাল ১১টা থেকে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়৷ এসময় মানুষের মাঝে সস্তি ফিরে আসে৷ গত কয়েক দিন যাবৎ প্রচন্ড তাপদাহ ও গরম সেইসাথে বৃষ্টি না থাকায় জনজীবণ স্থবির হয়ে পড়ে৷ অবশেষে বৃষ্টির জন্য প্রার্থনা করে গত বৃহস্পতিবার উপজেলার গুনারীতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তেকার নামাজ আদায় করে ও মোনাজাত করে৷ অবশেষে শুক্রবার সাকালেই জনজীবনে স্বস্তি ফিরে আসে৷
© Deshchitro 2024