চট্টগ্রাম সীতাকুণ্ড সোনাইছড়ি এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে  দুই কেজি হেরোইন উদ্ধার করা   হয়েছে। শুক্রবার (৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে সুপার-সনি বাস ( ব-১৫-৫৬১৫) থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। যায় আনুমানিক মূল্য  দুই  কোটি টাকা । অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা,  বিজিবি ও  পুলিশ বাহিনীর একটি দল এই অভিযানে অংশ নেয়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুপার-সনি নামের  যাত্রীবাহী বাসটি  উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসে একটি বাদামি কাগজের ব্যাগে মোড়ানো ১১টি ছোট ছোট পলিপ্যাকেট করা  এসব হেরোইন  উদ্ধার করা হয়েছে।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন জানান, এটিই আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। বাসটিতে তল্লাশি করে দুই কোটি টাকার মুল্যের দুই কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বাসটি আটক করা হয়েছে এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার  চেষ্টা অব্যাহত রয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024