বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

৯ জুন (শুক্রবার) উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে টুর্ণামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'মীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবতী, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024