শ্যামনগরে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গাঁজা আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক  ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি ষ্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার শৈলখালী এলাকার হিঙ্গলগঞ্জ নদীর পূর্বপাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুই জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। কিন্ত তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ স্থানে তল্লাসী চালিয়ে ঝোপের মধ্যে অভিনবভাবে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের মধ্যে পলি দিয়ে মুড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন জব্দ কৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি- সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী ষ্টেশন কর্তৃক আটককৃত গাঁজা।


 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023