ময়মনসিংহের হালুয়াঘাটের বনগ্রাম বাজারে কাছে গরু বহনকারী টেম্পুর নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ জুন) বেলা দুইটার দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তামিম মিয়া (২)সে পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের কালিয়ার চর গ্রামের আব্দুল হোসেনের ছেলে। জানা যায়, শিশুটি নানার বাড়িতে বেড়াতে দুইদিনেআগে আসে শিশুর নানা আব্দুল মালেক জানান, আমার নাতি গত দুই দিন যাবত আমার বাড়িতে বেড়াতে আসে। আমি প্রকৃতির ডাকে সাড়া দিলে একটি গরু বোঝাই টেম্পু নাতির উপরে তুলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।বিলডোরা ইউনিয়নের চেয়ারম্যান সাবজাল হোসেন খান জানায় ট্রেম্পুর চালক পালিয়ে গেলেও গরু বোঝাই টেম্পুটি আটক করে রাখা হয়েছে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় জানান, শিশু মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024