|
Date: 2023-06-10 01:24:17 |
খাগড়াছড়ির রামগড়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রামগড় লেকপাড়স্থ লেকভিউ রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাশ,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। রামগড় উপজেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দীন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরন্যবার্তা প্রতিনিধি সাংবাদিক শুভাশিস দাশ,বিজনেস বাংলাদেশ'র রামগড় প্রতিনিধি সাংবাদিক বাহার উদ্দীন, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এসময় জাতীয় ও তৃণমূল পর্যায়ে যায়যায়দিন পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সুদীর্ঘ পথচলার স্মৃতিচারণসহ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলেই ।
© Deshchitro 2024