জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে নিজ বাড়িতে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন আলাদীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা ও তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার  সাড়ে ১১ টার দিকে এক প্রতিবেশী নিহতদের বাড়িতে এসে ডাকাডাকি করে  কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে থানায়  খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশী আয়েশা সিদ্দিকা জানান, প্রতিদিনের মতো গাভীর দুধ পৌঁছে দিতে তাদের বাড়ি গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

আরও কয়েকজন প্রতিবেশী জানান গত ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিবাহ হয় এবং তাদের  দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। তাদের মধ্যে কোন ঝগড়া বা বিবাদ আমাদের নজরে পরেনি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরপ হয়তোবা তারা একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024