বন্দর নগরী চট্টগ্রামের  সৌন্দর্য উপভোগের সুবিধার্থে  প্রথমবারের মতো চালু হলো পর্যটক বাস।
১০ জুন  (শনিবার )চট্টগ্রাম  জেলা প্রশাসন উদ্যোগে  সার্কিট হাউজে আয়োজিত পর্যটন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব   এ বি এম আমিন উল্লাহ নুরী  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির  চেয়ারম্যান মো. তাজুল ইসলাম,  ,  চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত- কমিশনার ড. প্রকাশ ক্রান্তি চৌধুরী  ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।



চালু হওয়া এই টুরিস্ট বাস  চট্টগ্রাম শহরের টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায়  যাতায়াত করবে। টাইগার পাস থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিদিন তিনবার করে এই বাস পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফৌজদারহাটের ডিসি পার্ক এলাকায় যাতায়াত করবে। অন্যান্য দিন বিকেলে দুবার করে একই যাত্রাপথে যাতায়াত করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024