|
Date: 2023-06-10 09:51:51 |
নরসিংদীতে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই মানবিক সহায়তা দেয়া হয়।
২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহয়তায় অংশ হিসেবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন ভুইয়া সভাপতিত্ব করেন জনাব আছমা সুলতানা নাসরীন ,উপ জেলা নির্বাহী অফিসার নরসিংদী।
প্রধান অতিথি সাংসদ নজরুল ইসলাম হিরু তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় অসহায় ছিন্নমূলদের পাশে ছিল। বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।
© Deshchitro 2024