নেত্রকোনার কলমাকান্দা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. সাহেদ আলী(৫৫) নামে এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (১০ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে, শুক্রবার রাতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার থেকে তাকে ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশের একটি দল।


সাহেদ আলী কলমাকান্দা উপজেলার মেনকী ফান্দা গ্রামের মো. হরমুজ আলীর ছেলে।


নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান এ তথ্য নিশিচত করে বলেন, এ ঘটনায় সাহেদ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024