|
Date: 2023-06-10 12:48:58 |
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আ'লীগ ও যুবলীগ নেতা সহ ৫ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ১০ জুন (শনিবার) সকাল ৯ টায় বগুড়া শহরের ফুলবাড়ীতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া শহরের ফুলবাড়ী মৃধা পাড়া এলাকার ইদ্রিস আলী মৃধা, তার বড় ছেলে রফিকুল ইসলাম অরুন, মেঝো ছেলে রাজ মাহমুদ কাওছার, ছোট ছেলে মোহাম্মদ আলী ও অরুনের ছেলে শাওন মৃধা ছুরিকাহত হয়েছেন। আহত অরুণ পৌর আ'লীগ ১৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও কাউছার ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, সকাল ৯ টায় ফুলবাড়ী দক্ষিণপাড়ার হাসান ও আবুল কালামের মধ্যে পতিত জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড়ের অফিসে বৈঠকে বসার কথা ছিল। বৈঠকে বসার আগেই দুই গ্রুপের মধ্যে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে কাওছারের অবস্থা গুরুতর। কাউন্সিলর রাজু পাইকাড় বলেন, জমি নিয়ে শালিস শুরু করার আগেই তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে বিবাদী পক্ষের একই পরিবারের ৫জন আহত হয়েছে।' ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
© Deshchitro 2024