|
Date: 2022-09-07 10:05:20 |
ডায়েরী ও ভুক্তভুগী সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে গৌরীপুর এলাকায় বিএনপির দ্রব্য মূল্যের উর্ধগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে পূর্ব নির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রোগ্যাম ছিল। আবার বিএনপির প্রোগ্রাম এর বিরুদ্ধে আওয়ামীলীগের নেতা কর্মীরা একই সময়ে গৌরীপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় দৈনিক জনকন্ঠের লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, দৈনিক চলন বিলের খবরের লালপুর প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক বিজয় বাংলাদেশের লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়সহ কয়েকজন সাংবাদিক লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সাক্ষাতকার নিচ্ছিলেন। এমন সময় লালপুর উপজেলা যুবলণীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন এসে ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা দেয় এবং তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর পরে উক্ত সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে অবশ্য ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মোবাইল ফোন ফিরিয়ে দেয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে ওই নেতার বিচার দাবি করেছেন।
© Deshchitro 2024