ইসলামিক সংগীত বিশ্ব সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অঙ্গ। সংগীত সংস্কৃতি ব্যক্তিত্ব গঠনের একটি মাধ্যম। এটি একজন ব্যক্তির মধ্যে বিশ্বের নান্দনিক উপলব্ধিকে বিকশিত করে। প্রাচীন কাল থেকেই সংগীত মানুষের জীবনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সংগীত মানুষের হৃদয় ও আত্মাকে বিমোহিত করে থাকে, তাদের কে বিনোদন দেয়। আবেগ প্রকাশ করতে এবং কল্পনা বিকাশে সহায়তা করে। জ্ঞানী লোকেরা সংগীতকে আত্মার আয়না বলে থাকেন।

এরই ধারাতে সুরের মোহনা শিল্পীগোষ্ঠী একটি ইসলামিক সংগীত সংগঠন। যারা অপসংস্কৃতির বিরুদ্ধে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে এবং পথ ভ্রষ্ট মানুষকে ইসলাম ও আল্লাহ তায়ালার পথে নিয়ে আসতে ইসলামিক হামদ- নাত্ ও চমৎকার সব নতুন নাশিদ নিয়ে কাজ করতেছেন।

এবং ইয়াহুদী নাসারা ও নাস্তিকদের কৃষ্টি - কালচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামিক নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষে কাজ করতেছেন। সুরের মোহনা শিল্পী সংগঠন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024