|
Date: 2023-06-10 15:06:14 |
কেন্দ্র ও ঢাকা মহানগরের পরপরই সব চেয়ে গুরুত্বপুর্ণ ইউনিট হলো ঢাকা জেলা আওয়ামীলীগ। সম্মেলনের নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
দীর্ঘ দিন অপেক্ষার পর জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা এই পূর্ণাঙ্গ কমিটি পেল। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও আনন্দিত।
ঢাকা জেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটির সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা.এনামুর রহমান,বীরমুক্তিযোদ্ধা মোঃ মাহাবুবুর রহমান,এডভোকেট আবুল কাশেম,ফজলুল হক,কাজী শওকত হোসেন,মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন, ফখরুল আলম সমর এবং সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।
© Deshchitro 2024