|
Date: 2023-06-10 16:03:20 |
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম -লোহাগাড়া) ঃ- আজ ১০/০৬/২৩ ইং রোজ শনিবার লোহাগাড়া বটতলি মোটর ষ্টেশনস্থ হোটেল হালাল ডাইনে অনুষ্টিত হল লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির ত্রি-সম্মেলন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাং নরুচ্ছফা সরকার ( নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি ও আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আব্দুচ ছত্তার রনি ( সদস্য সচিব জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া চৌধূরী যুগ্ম আহ্ববায়ক জাতীয় পার্টি দক্ষিণ জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধূরী ( টিপু) যুগ্ম আহ্বাবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ ছালেম যুগ্ম আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা। অনুষ্টান পরিচালনায় মোহাম্মদ সিফাত হোছাইন যুগ্ম আহবায়ক , সম্মেলন প্রস্তুতি কমিটি, জাতীয় পার্টি ,লোহাগাড়া উপজেলা। সার্বিক তত্ববাধনে ছিলেন মোহাম্মদ সেলিম সওদাগর সদস্য সচিব সম্মেলন প্রস্ততি কমিটি, জাতীয় পার্টি লোহাগাড়া উপজেল। বক্তরা আগামী নির্বাচন উপলক্ষ্যে দলকে শক্তিশালী করার জন্য সকলকে আহবান করেন এবং দলকে গতিশীল করার জন্য বলেন।
© Deshchitro 2024