বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  শনিবার (১০ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চিপাবারইখালী গ্রামের  প্রবাসী সুজন রহমানের বাগানবাড়ির    একটি পুকুরে এ ঘটনা ঘটে।

 ভুক্তভোগী জনান, পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন  প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। বিষ প্রয়োগের ফলে ৩ লক্ষাধিক  টাকার  মাছ মরে ভেসে উঠেছে।

ওই বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে  থাকা বাদল খলিফা ও শাহীন হাওলাদার জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই পুকুরে থাকা বিভিন্ন  প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।  শুক্রবার  দিবাগত গভীর  রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতিসাধন করেছে বলে মনে হয়।

বাগানবাড়ির মালিক প্রবাসী সুজন  রহমান জানান, জমি-জমা সংক্রান্ত  বিরোধের  জের ধরে শত্রুপক্ষই এটি করেছে বলে তিনি মনে করেন । এ ব্যাপারে মোরেলগঞ্জ  থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হবে বলেও তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024