কক্সবাজার শহরের বিকেলের সড়ক, সারিবদ্ধ গাড়ির বহর ছুটে চলেছে। র‍্যাব, বিজিবি পুলিশ তথা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া, কক্সবাজার পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে আইন শৃংখলা বাহিনীর সমন্বিত এই মহড়া বলছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।


এদিকে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, নির্বাচনের দিন ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি,১২ টি ওয়ার্ডে র‍্যাবের ১২ টি পেট্রোল টিম দায়িত্ব পালন করবে, প্রতি কেন্দ্রে থাকবে ১৩ জন আনসারও।



এছাড়াও ১২ কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। সেই সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।


তিনি জানান,ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন এবং প্রত্যেক কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024