শনিবার ১০ জুন বিকাল ৫ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: হাজী মজিবুর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী।

উদ্বোধনী ১ম রাউন্ডের ‍১ম খেলায় অংশগ্রহণ করে গলাচিপা পৌরসভা বনাম চিকনিকান্দি ইউনিয়ন। এতে পৌরসভা বিজয় লাভ করে। ১ম রাউন্ডের ২য় খেলা আগামীকাল দুপুর ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024