কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 


গোপন সংবাদের ভিত্তিতে, রোববার (১১ জুন)  সকাল পৌনে ৭ টার দিকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র  একটি দল ওই দু'জন মাদক কারবারিদ্বয়কে দাঁতভাঙা বাজার এলাকা থেকে ইয়াবাসহ আটক করে।


আটককৃতরা হলেন,রৌমারীর হরিণধরা (দক্ষিনপাড়া) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রাজু মিয়া (৪৩) ও ধর্মপুর গ্রামের  মোঃ ফজলু মিয়া (৩৫)। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন জানান , গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী   থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024