◾ স্পোর্টস ডেস্ক


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার সেই তালিকায় নাম লেখাল নেদারল্যান্ডসও। এই স্কোয়াডে ফিরেছেন রোলেফ ভ্যান ডার মারউই ও কলিন অ্যাক্রোম্যান।


ডাচদের নেতৃত্ব থাকছে যথারীতি স্কট এডওয়ার্ডসের হাতেই। ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগটেন, লোগান ভ্যান বিক এবং পল ভ্যান ম্যাকারানে বেশ সমৃদ্ধ পেস অ্যাটাক নেদারল্যান্ডসের।


ডাচ হেড কোচ রায়ান কুক বলেন, আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। আগামী বিশ্বকাপে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল থাকছে।


নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড


স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাক্রোম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্ল্যাসেন, বাস ডি লিডে, পল ভ্যান ম্যাকারান, রোলেফ ভ্যান ডার মারউই, স্টেফেন মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডোউড, টিম প্রিঙ্গল, বিক্রম সিং ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024