ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে নবনির্মিত বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।


শনিবার (১০ই জুন) দুপুরে কুশুরা ইউনিয়নে নবনির্মিত  বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পটি উদ্বোধন করা হয়।


পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মাদক থেকে নতুন প্রজন্মকে যদি আমরা দূরে রাখতে না পারি, তাহলে আমাদের সকল স্বপ্ন বিফল হয়ে যাবে।মাদক সন্ত্রাস দমনে আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনার ছেলে মেয়েরা কোন পথে চলছে।


এ সময় তিনি দেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়েও কথা বলেন। মন্ত্রী বলেন অনেক ষড়যন্ত্র হচ্ছে।আমরা সব সময় দেখে আসছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই এক হয়ে যায় আরেক ষড়যন্ত্র করার জন্য।শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা।তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথানত করেন না বা ঘাবড়ে যান না।তিনি সব সময় মাথা উচঁ করে চলতে শিখেছেন এবং আমাদের মাথা উচুঁ করে চলতে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম(বার) এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী।


আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা মোঃ সোরহাব হোসেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নুরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024