|
Date: 2023-06-11 16:44:12 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সংগঠনের ৪ সদস্যর পদ সাময়িক ভাবে স্থগিত করেছে সমিতির কার্যনির্বাহী পরিষদ। রবিবার (১১ জুন) এক জরুরি সভায় কার্যনির্বাহীদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী পরিষদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৭ এর উপধারা খ (১) অনুযায়ী সংগঠন বিরোধী কার্যক্রমের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদস্য পদ স্থগিত হওয়া চার সদস্য হলো দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরী, দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহির আমিন মিলন। উল্লেখ্য, চলতি বছর গত ২৭ ফেব্রুয়ারি আগামী ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নির্বাচন কমিশনের তত্বাবধানে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি ২০২৩ কমিটি গঠন করা হয়।
© Deshchitro 2024