|
Date: 2023-06-11 16:59:27 |
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামে একজনকে আটক করেছে। আজ রাতে শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটককৃত আসামি শংকর রবিদাস বুড়ি (৫২), পিতা-মৃত মনুয়া রবিদাস, সাং-ভাড়াউড়া চা বাগান (পশ্চিম লাইন), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আসামির বসতবাড়ি থেকে ০৭ টি ড্রামের ভেতর থেকে ৪৮০ (চারশত আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় আসামি বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু হয়।
© Deshchitro 2024