|
Date: 2023-06-12 03:50:49 |
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে বর্তমানে দুইজন রোগী চিকিৎসাধীন।
হাসপাতালের ভর্তি তথ্য থকে জানা যায়,যে দুজন রোগী ডেঙ্গু নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, তারা দুজনই সাভারের বাসিন্দা।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রথম ব্যাক্তি হলেন সাভার সিআরপি এলাকার বাসিন্দা সেলিম মিয়া( ৩৮)তিনি গত ৮ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। অপরদিকে আজ সকালে মজিবুর রহমান খোকন (৫০) সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতলে চিকিৎসা নিচ্ছে।
সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মকর্তা, ডাক্তার সাইমুল হুদা বলেন, এক সময় ডেঙ্গু সিজনাল রোগ ছিল।বর্তমানে আমরা প্রতি সময়েই ডেঙ্গু রোগী দেখতে পাই ।
শরীলে জ্বর ব্যথা দেখা দিলেই ঘরে বসে চিকিৎসা না নিয়ে। কর্মরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। আমাদের হাসপাতালে এখন পযন্ত দুজন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলমান রয়েছে ।
এছাড়াও এই উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মকর্তা বলেন, আমাদের কে এই ডেঙ্গু জ্বর থেকে বাচতে হলে আমাদের সকলকেই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও কোন প্রকার জমাট পানি দেখলে তার সাথে সাথে পরিষ্কার করতে হবে। নিজেদের সচেতনতাই পারে এই ভাইরাস থেকে আমাদের কে রক্ষা করতে।
© Deshchitro 2024