শ্যামনগরে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে পরামর্শ সভা


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বেসরকারী সংগঠন পরিত্রাণের আয়োজনে রবিবার (১১ জুন) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভার আয়োজন করা হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেনের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক গাজী বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ সুধীর কুমার সরকার, এফপিআই জিল্লুর রহমান, এফডাবলুএ আবিদা সুলতানা, ওএসিও  হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিত্রাণের প্রধান কার্যালয়ের কর্মকর্তা উজ্জল কুমার দাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।



ছবি- শ্যামনগরে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে পরামর্শ সভা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024