শ্যামনগরে  ভ্রাম্যমান আদালতে জরিমানা ও পণ্য ধবংস

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (১২ জুন) বিকালে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ পণ্য ধ্বংস করা হয়।

জানা যায়, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও বিপদজনক ইঞ্জিন ভানে রক্ষিত নিম্ন মানের আইসক্রিম সামগ্রী যাহা ফেরী করে বিক্রী করা কালিন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনসম্মুখে বাক্সে রক্ষিত সমগ্র আইসক্রিম সামগ্রী গাড়ীর চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী পরিদর্শক বিকাশ চন্দ্র, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

তিনি পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, নায্যমূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা দেন উপস্থিত সকলকে।

ছবি- শ্যামনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023