|
Date: 2023-06-12 14:19:45 |
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হতে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করছে ভোলা জেলা ডিবি পুলিশ।
আজ সকাল ১১ টার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের চড়ার মাথা লঞ্চঘাট ০২নং পল্টুনের সামনে ব্লকের উপর হইতে পরিত্যাক্ত ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
এ সংক্রান্তে অজ্ঞাতনামা আসামি করে মাদক মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনাম আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024