|
Date: 2022-09-07 14:45:12 |
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এসপি মনিরুজ্জামানকে থানায় প্রবেশের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ওসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। অভিভাবদন পর্ব শেষে এসপি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানুষদেরকে বুঝিয়ে বলতে হবে। খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করা যাবেনা। এলাকা থেকে মদ জুয়া নির্মূল করতে হবে। এসবের সাথে কোন পুলিশ জড়িয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ধারন করতে ক্যামেরা বা মোবাইল ক্যামেরা ব্যবহার করতে হবে। পুলিশ সুপার আরও বলেন, আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ তোমাদের কল্যাণে যেমন কাজ করা। অন্যদিকে, আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা তোমাদের কর্তব্য। আলোচনা শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুত্ব পূর্ণ রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহম্মেদ উপস্থিত ছিলেন।
পরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ পৃথক ভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
© Deshchitro 2024