সোমবার ১২ জুলাই মুন্সিগঞ্জের কুন্ডেরবাজার ব্রীজের দুই পারে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা ধর্মঘট পালন করেছে । সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত চলমান এ ধর্মঘটে উভয় পাড়ে যাতায়াতকারী যাত্রী ও মোটর বাইক আরোহীগণ পরেন চরম বিপাকে । ব্রীজের মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিন ধরেই ব্রীজের নিচের খাল ব্যাবহার করে ফি দিয়ে ট্রলারে করে এপার ওপার পারাপার হচ্ছেন যাত্রীগণ ।


উক্ত ধর্মঘটে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা হতে কুন্ডেরবাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. ও সিরাজদিখানর কুন্ডেরবাজার হতে কাকালদী পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে । দুর্ভোগে পরা যাত্রীগণ, ভোগান্তির কথা স্বীকার করেন । টঙ্গীবাড়ী হতে সিরাজদিখানে যাত্রাকারী আবুল কাশেম জানান, তিনি হার্টের রোগী হওয়া সত্ত্বেও বেতকা হতে অনেকটা দূর বহু কষ্টে হেঁটে কুন্ডেরবাজার পর্যন্ত এসেছেন । অটোরিকশা চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের অনেক যাত্রীকেই দৈনন্দিন কাজের প্রয়োজনে হেঁটে চলাচল করতে দেখা যায় ।


ধর্মঘট সম্পর্কে অটোরিকশা চালকের সাথে যোগাযোগ করতে চাইলে তারা জানান, ট্রাফিক পুলিশ রেকারের নামে রশিদ প্রদান করে বেতকা হতে মুক্তারপুর পর্যন্ত  চলাচলকারী চালকদের জরিমানা করছে । নানা অজুহাতে টাকা নেয়ার কথাও জানান অনেক চালক । এর প্রতিবাদে ধর্মঘট পালন করছেন তারা । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবী জানান তারা ।  টঙ্গীবাড়ীর অটোচালকের সাথে একাত্মতা প্রকাশ করে সিরাজদিখানের অটোচালকরাও কয়েকঘণ্টা ধর্মঘট পালন করেছে ।  ভোগান্তি নিরসনে যাত্রীগণ যতদ্রুত সম্ভব ব্রীজের মেরামত কাজ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন । সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ জুন বুধবার কুন্ডেরবাজার ব্রীজ যানচলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024