|
Date: 2023-06-13 02:05:12 |
এই শহরে ভালোবাসার মানুষের কোন অভাব নেই তবে ভালোবেসে সারা জীবন হাত দুটি শক্ত করে ধরে রাখার মতো একজোড়া বিশ্বস্ত হাতের বড্ড অভাব!!-
এই শহরে অভিমান করা মানুষের কোন অভাব নেই-তবে অভিমানগুলো ভেঙে একটু জড়িয়ে ধরে আমি তোমার পাশে আছি বলা মানুষের সত্যিই অভাব!!-
এই শহরে অভিযোগ করা মানুষের অভাব নেই-কিন্তু অভিযোগ গুলো শুধরে দিয়ে কাঁধের উপর শক্ত করে হাতে রেখে তোমার পাশে আছি বলা একজন ভরসা পাবার মতো মানুষের বড্ড অভাব!!-
এই শহরে চোঁখের কোন অভাব নেই-তবে চোঁখের ভাষা পড়ে মনের নীরবতা দূর করার মতো একজোড়া বিশ্বস্ত চোঁখের সত্যিই ভীশন অভাব!!-
এই শহরে অবহেলা করা মানুষের কোন অভাব নেই তবে অবহেলার কালো কালিমা দূর করে আমি সারা জীবন তোমার পাশে আছি বলা একজন সঠিক মানুষের বড্ড অভাব!!-
এই শহরে রাগ করা মানুষের কোন অভাব নেই তবে রাগ ভাঙিয়ে চলোনা আজ বিকালে গোটা তোমাকে একটু শহরটা ঘুরিয়ে নিয়ে আসি বলা মানুষের বড়োই অভাব!!-
এই শহরে বিশ্বাস ভঙ্গকারি মানুষের কোন অভাব নেই-হ্যাঁ তবে বিশ্বাস করে আঙুলে আঙুল চেপে সম্পর্কটাকে সিঁদুর দান অব্দি নিয়ে যাওয়া একজন মানুষের বড্ড অভাব!!-
এই শহরে ঠকে যাওয়া মানুষের কোনো অভাব নেই-কিন্তু ঠকে যাওয়া মানুষকে বুকে টেনে নিয়ে আমি তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি বলা মানুষের বড্ড অভাব!!-
এই শহরে কালো মানুষের কোন অভাব নেই কিন্তু কালো মানুষকে ভালোবেসে প্রেমিক কিংবা প্রেমিকার স্বীকৃতি দেওয়ার একটা বর্ণ বৈষম্য থেকে দূরে থাকে একটা মানুষের বড়ই অভাব!!-
দিন শেষে এই পৃথিবীতে না খাওয়ার অভাব না থাকার অভাব কোন কিছুরই অভাব নেই এই পৃথিবীতে-অভাব শুধু একটা বিশ্বস্ত হাতের,একটা বিশ্বস্ত মনের,একটা বিশ্বস্ত চোখের তাইতো দিনশেষে যার একটা এই পৃথিবীতে এমন মানুষ আছে সেই হলো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সৌভাগ্যবতী!!-)
লেখক: প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়।
© Deshchitro 2024