|
Date: 2023-06-13 07:37:26 |
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র, ছাত্রীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পরে
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন করেন, জেলা পুলিশ সুপার, আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার) পিপিএম (বার), সদর উপজেলা কৃষি কর্মকর্তা, আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১), নুরুল হক, আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষীকাসহ সকল ছাত্র- ছাত্রীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার, ফেরদৌস রবিন, প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য, জাকির হোসেন, আশিক ও টুক্কু মুক্তার।
শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর বিকল্প নেই। বাড়ির ফাঁকা জায়গায় রাস্তার দুপাশে বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে।
জেলা পুলিশ সুপার, আরিফুর রহমান মন্ডল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানোর কোন বিকল্প নাই তাই সকল সামাজিক সংগঠনের পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান তিনি।
প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার, ফেরদৌস রবিনসহ সকল সদস্য বলেন, গাছের চারা রোপন ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024