|
Date: 2023-06-13 09:57:04 |
রাজশাহী রেঞ্জে ৮ জেলায় আবারো শ্রেষ্ঠ হয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) পিপিএম।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী'র ফেসবুক পেজ হতে সংগৃহীত, রাজশাহী রেঞ্জে চলতি বছরে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ বগুড়া।
রাজশাহী রেঞ্জের মধ্যে বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা এবং দৃঢ় মনোবলের কারণে।
জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
© Deshchitro 2024