শেরপুর জেলার ঝিনাইগাতীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় বেদেনা ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের সেবা ও ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তকরণ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার সকালে ছোট গজনী আরসি স্কুল হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ত্রিনলা ম্রং এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সূর্য ভানু, ইউপি সদস্য রহমত আলী, কারিতাসের মাঠ সহায়ক কর্নেল আরেং, মাঠ সহায়ক পিন্টু নেংমিঞ্জা। ক্যাম্পেইনে কারিতাস সীডস কর্মসূচির বেদেনা ওয়ার্ড কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024