বাগেরহাটের মোরেলগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক জন্মভূমি প্রতিনিধি মোঃ জামাল শরীফ আর নেই। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ  হয়ে তিনি  ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) ।  তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এর আগে  সোমবার রাতে রাজধানী ঢাকার বাড্ডাস্থ তার মেয়ের বাসায় থাকাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক  শ্যামলী  হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন মঙ্গলবার  সন্ধ্যায় তিনি  শেষ  নিশ্বাস  ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ মঙ্গলবার রাতে তার মরদেহ ঢাকা থেকে  মোরেলগঞ্জে নিয়ে আসা হবে। জামাল শরীফ ছিলেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি ও প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য। মোরেলগঞ্জে কর্মরত সাংবাদিক  সহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024