|
Date: 2023-06-13 15:06:01 |
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জুন ২০২৩ মঙ্গলবার রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের মাহবুব মিয়াকে জাল কাগজপত্র প্রস্তুতের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধরা অনুযায়ী ১৫ দিনের জেল ও ১শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, মাহবুব ঝিনাইগাতী বাজারে মাহবুব কসমেটিক এর মালিক। মাহবুব মিয়া দীর্ঘদিন যাবত ভূমি অফিসে সেবা গ্রহীতাদেরকে বিভিন্ন জাল কাগজ তৈরির মাধ্যমে হয়রানী করে আসছে।
© Deshchitro 2024