কুষ্টিয়ার গড়াই নদে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে। আজ মঙ্গলবার সকালে গড়াই রেলসেতু এলাকায়ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার গড়াই নদে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানভীরকে (২৩) আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ১৯ ঘণ্টায়ও খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে সাতটা থেকে দ্বিতীয় দিনের মতো খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।

ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারকাজ চলছে। এখনো তানভীরের খোঁজ মেলেনি।’

তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলায়। বন্ধুদের সঙ্গে কুষ্টিয়ায় ঘুরতে গিয়ে গড়াই নদে নামার পর নিখোঁজ হন তিনি। গতকাল রাতেই তাঁর বাবা আবদুল মালেক, বোন ও দুলাভাই কুষ্টিয়ায় যান। সকাল থেকেই তাঁরা নদের পাড়ে দাঁড়িয়ে আছেন। আবদুল মালেক বরগুনা সরকারি কলেজের শিক্ষক। তিনি ছেলের নিখোঁজের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023