কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালরা বিভিন্ন সময়ে নানাভাবে  রোগীদের হয়রানি করায় মোবাইল কোর্ট পরিচালনার  মাধ্যমে ৫ জন দালালকে সাজা প্রদান করা হয়েছে। 



মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে  ৫ জন দালালের সাজা প্রদান করা হয়। 

এদের প্রত্যেককে একশত টাকা জরিমানা অথবা অনাদায়ে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, হাসপাতাল পাড়ার মোঃ নাজমুল ইসলাম নাহিদ (২৫)  একই গ্রামের মোহাম্মদ নূর হোসেন (৩৮), আতিকুর রহমান রানা (২৮), রাশেদুজ্জামান আকাশ (২৬) ও মিথুন আহম্মদ(৩০)। 




কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন বলেন, জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিলো যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কতিপয় দালাল সিন্ডিকেট বিভিন্নভাবে রোগীদের হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জন দালালের সাজা প্রদান করা হয়। 


এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ লিংকন জানান, ভুক্তভোগী একজন রোগীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশকে খবর দেয়া হয়। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024