ময়মনসিংহের নান্দাইলে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবুল মনসুর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা  হয়েছে।


শুক্রবার (৯ জুন) বিকেলে বরিশাল থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


আবুল মনসুর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, মনসুর স্থানীয় চামটা বাজারে ইলেকট্রনিক মেকানিকের কাজ করে। গত ১ জুন বৃহস্পতিবার ওই শিশুটিকে তার বাবা একটি নষ্ট ফ্যান মেরামত করার জন্য মনসুরের দোকানে পাঠায়। এ সময় মনসুর দোকানের দরজা বন্ধ করে শিশুটির মুখ চেপে ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায়।


শিশুটির বাবা জানান, ছেলে দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করে এই ঘটনা  জানায়। তৎক্ষণাৎ বাজারে উপস্থিত জনতা দোকান ঘেরাও করলে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় মনসুর পালিয়ে যায়। এব্যাপারে ওই রাতেই আমি নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করি। এরপর থেকে সে পলাতক রয়েছে। 


নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, শিশুকে বলাৎকার করে আত্মগোপনে থাকা বৃদ্ধকে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় বরিশাল সদর থেকে আটক করা হয়েছে। তাকে রাতে নান্দাইল মডেল থানায় আনা হয়। আজ শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024