◾ নিউজ ডেস্ক


বিএনপির সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকশন।


আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এ টুইটটি করেন তিনি। এতে তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আজ বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে ভালো লাগল। আমরা দুদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা এবং বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর বিষয় ছিল।’ ব্রিটিশ হাইকমিশনার টুইট বার্তায় বিএনপি নেতাদের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন। 


দুপুর ২টায় রাজধানীর কূটনৈতিক পাড়ায় তার অফিসে হাইকশিনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।


প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠকটি রবার্ট ডিকশনের আমন্ত্রণে হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হাইকমিশনার টুইটে যা উল্লেখ করেছেন, তা-ই আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ই প্রাধান্য পায়। বিশেষ করে সহিংসতা ও আমাদের দলের তিনজনের মৃত্যুতে তিনি উদ্বেগ জানান।


বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে ভোলায় ২ জন ও নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ছাড়া ৫ আগস্ট অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় বলা হয়, সারা দেশেই তাদের দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024