কক্সবাজার পৌরসভা এলাকায় নালা দখল করে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য ২ মাস সময় বেধে দিলেন নব নির্বাচিত কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। ২ মাসের পরে পৌর এলাকার জনগণের অসুবিধা হয় এমন সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে বলে ঘোষনা দেন তিনি।

নবনির্বাচিত পৌর মেয়র কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এমন মন্তব্য করেন।

১৩ জুন সন্ধ্যায় নব নির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।


এ সময় মাহাবুবুর রহমান বলেন, আমি ২১ বছর কাউন্সিলর এবং ২ বছর ৯ মাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি পৌরবাসীর সেবা বিষয়ে নতুন নয় এখানে সব কিছু আমার জানা আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতা নিয়ে কষ্ট পায়। আমি সেটা হতে দেব না। আমি স্পষ্ট বলতে চাই অনেকে পৌরসভার নালা বা গুরুত্বপূর্ন স্থাপনা দখল করে অবৈধ স্থাপনা করেছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন তাই আমি শপথ নেওয়ার জন্য এখনো ২ মাস সময় আছে তাই এই ২ মাসের মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি। যারা সরিয়ে নেবেন পৌরসভায় এনে তাদের সম্মানিত করা হবে। আর যারা অবৈধ স্থাপনা সরাবেন না তাদের জন্য কঠোর সময় অপেক্ষা করছে আমি কোন দখলবাজি সহ্য করবো না।

এ সময় তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহায়তা কামনা করেন এবং গঠনমূলক সমালোচনা করার জন্য আহবান জানান। এছাড়া নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন একই সাথে নির্বাচনে সাংবাদিকদের সমর্থন এবং নিরলস ভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।



এ সময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত।

অনুষ্টান পরিচালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল আহামদ, এড. আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, এড. ফরিদুল আলম, মমতাজ উদ্দিন বাহারীসহ জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024