বাগেরহাটের  মোরেলগঞ্জে অনেকটা নীরবেই মহৎ সেবা কর্ম চালিয়ে যাচ্ছে 'স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন '। মানবসেবার ব্রত নিয়ে মাত্র দু'বছর পূর্বে ২০২১ সালের মে মাসে একদল তরুণ সমাজ সেবক  দ্বারা গঠিত  হয় রক্তদানকারী এ সংগঠনটির। রক্তের ফ্রি গ্রুপিং,  রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধ  করা এমন বেশ কিছু লক্ষ্য  উদ্দেশ্য  নিয়ে এটি গঠিত হয়েছে। ইতোমধ্যে  ২২৭ জনের ব্লাড গ্রুপিং এবং  ২৮০ জন মুমূর্ষু  মানুষকে রক্তদান করেছে এ সংগঠনটি। অনেকটা পল্লীতে থেকেই  তারা মানবতার এমন  উদ্যাগ সফল করছে। কারও রক্তের প্রয়োজনে তাৎক্ষণিক  ঝাঁপিয়ে পড়ে এ সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা। 


আজ বিশ্ব রক্তদাতা  দিবস। কথা হয়েছিল এ সংগঠনটির  সাধারণ  সম্পাদক মোঃ নয়ন খানের সঙ্গে। বয়সে একেবারেই  তরুণ।  ২২ বছর বয়সের এ তরুণ জানান, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট  করতেই এমন কর্মসূচি ; মানুষের জীবন- মরণ সমস্যা এ রক্ত; তাই এ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন গঠন করা। এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব  পালন  করছে মোঃ সাজিদ হাসান, সহসভাপতি মোঃ হাসিব মাতুব্বর  এভাবে বিভিন্ন  পদ সহ তাদের রয়েছে ২০ সদস্য বিশিষ্ট   একটি কমিটি। সকলেই বয়সে তরুণ।  প্রচারবিমুখ এ সংগঠনের সাধারণ  সম্পাদক  নয়ন খান আরও জানান, স্থানীয়  বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি  সহ  অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ  তাদেরকে সার্বিকভাবে এ কাজে সহায়তা করে থাকেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024